বসন্তের শেষে চিকেন-পক্সে খুব বেশি প্রাদুর্ভাব দেখা দেয়। অন্য সময়ে দেখা দিলেও আক্রান্তের হার তুলনামূলকভাবে অনেক কম। জলবসন্ত বা চিকেন- পক্স একটি খুবই ছোঁয়াচে রোগ, ভেরিসেলা জোস্টার নামের ভাইরাস এর জন্য দায়ী। ছোটবড়, নারী-পুরুষ ভেদে সব বয়সীরা এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি হয়ে থাকে। একবার আক্রান্ত হলে সাধারণত শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। অনেক সময় পরবর্তীতে এ রোগের জীবাণুর আক্রমণে 'হারপিজ জোসটার' নামে আরেকটি রোগের প্রকাশ ঘটে থাকে। কিভাবে ছড়ায়...

